স্বাধীনতা পদক গ্রহণ ফায়ার সার্ভিসের
জনসেবায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রাপ্ত ‘স্বাধীনতা পুরস্কার-২০২৩’ গ্রহণ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন এ পুরস্কার গ্রহণ করেন।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা ১১টায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, সংসদ সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত অপর ৯ বিশিষ্ট ব্যক্তি, আমন্ত্রিত অতিথি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন>> ২৫ ফুট গভীর ট্যাংক থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
ভিন্নধর্মী কাজের স্বীকৃতিস্বরূপ ফায়ার সার্ভিস এরই মধ্যে রেড ক্রিসেন্ট অ্যাওয়ার্ড, রোটারি অ্যাওয়ার্ড ও মালয়শিয়া থেকে পুরস্কার-সম্মাননা গ্রহণ করেছে। এবার সমাজসেবা ও জনসেবায় গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরকে স্বাধীনতা পুরস্কার-২০২৩ প্রদান করা হলো।
ফায়ার সার্ভিস এক বিজ্ঞপ্তিতে জানায়, সংস্থাটির মহাপরিচালক স্বাধীনতা পুরস্কার নিয়ে সদরদপ্তরে প্রবেশের পর সব কর্মকর্তা ও কর্মচারী আনন্দ-উল্লাস প্রকাশ করেন। এসময় অধিদপ্তরের মহাপরিচালক এক প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী, বর্তমান সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে এ অর্জন ফায়ার সার্ভিসের প্রতিটি সদস্যের বলে মন্তব্য করেন।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা জীবন দিয়ে প্রমাণ করেছেন তারা সবসময় বিপদগ্রস্ত মানুষের সেবায় প্রস্তুত। এ অর্জন প্রতিটি কর্মীর মনোবল বৃদ্ধি করেছে। এ স্বীকৃতি তাদের কর্তব্য পালনে আরও উজ্জীবিত ও উদ্বুদ্ধ করবে।
আরএসএম/ইএ