পল্টনে ওয়েলকাম পরিবহনের ধাক্কায় বৃদ্ধ নিহত
রাজধানীর পল্টনের জিপিও প্রধান গেট এলাকায় রাস্তা পারাপারের সময় ওয়েলকাম পরিবহনের ধাক্কায় মো. আব্দুল জব্বার (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
পল্টন থানার সরকারী উপ-পরিদর্শক (এএসআই) খন্দকার দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ পল্টন জিপিও’র প্রধান ফটকের সামনে থেকে বাসের ধাক্কায় গুরুতর আহত বৃদ্ধকে উদ্ধার করে। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, বৃদ্ধকে ধাক্কা দেওয়া বাসটি পালিয়ে গেছে। আমরা বাসটি শনাক্তের চেষ্টা করছি। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
কাজী আল-আমিন/এএএইচ