মিরপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৯ এএম, ২০ মার্চ ২০২৩

রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। মিরপুর সনি সিনেমা হলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তিনটি ছোরা উদ্ধার করা হয়। গ্রেফতাররা হলেন বিপ্লব (২৬), আলী হোসেন (৩৫) এবং জুয়েল (২৬)।

সোমবার (২০ মার্চ) এ তথ্য জানান মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

তিনি বলেন, রোববার (১৯ মার্চ) রাতে মিরপুর মডেল থানার সনি সিনেমা হলের সামনে থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার তিনজন চিহ্নিত ছিনতাইকারী। তারা রাতে নির্জন স্থানে অবস্থান করেন। একা কোন পথচারী দেখলে অস্ত্রের মুখে সব ছিনিয়ে নেন। তাদের কাছ থেকে তিনটি ছোরা উদ্ধার করা হয়েছে। গ্রেফতার বিপ্লবের বিরুদ্ধে তিনটি এবং আলী হোসেনের বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে।
এছাড়া তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরএসএম/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।