আফ্রিকা থেকে এলো জোড়া সিংহ, আট ওয়াইল্ড বিস্ট
চট্টগ্রাম চিড়িয়াখানায় যুক্ত হয়েছে একজোড়া আফ্রিকান সিংহ ও ৮টি ওয়াইল্ড বিস্ট। বৃহস্পতিবার রাত ১০টায় এসব প্রাণী চিড়িয়াখানায় এসে পৌঁছেছে।
সিংহ জোড়ার মধ্যে একটি পুরুষ ও একটি স্ত্রী। ওয়াইল্ড বিস্টের মধ্যে ৩টি পুরুষ ও ৫টি স্ত্রী।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, প্রাণীগুলো দক্ষিণ আফিকা থেকে আনা হয়েছে। সেগুলো চট্টগ্রাম চিড়িয়াখানায় পৌঁছেছে। এখন থেকে ১৫ দিন সেগুলো সরবরাহকারীর তত্ত্বাবধানে চিড়িয়াখানায় থাকবে। এই সময় পশুগুলো কোয়ারেন্টাইনে রাখা হবে। ১৫ দিন শেষ হলে সুস্থতা সাপেক্ষে চিড়িয়াখানা কর্তৃপক্ষ গ্রহণ করবে এবং দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।
আরও পড়ুন: ভারত থেকে পালিয়ে এলো নীলগাই
এর আগেও বাঘ, জেব্রা, উটপাখি, ক্যাঙ্গারু, লামাসহ কয়েক প্রজাতির প্রাণী আমদানি করে আনা হয় চট্টগ্রাম চিড়িয়াখানায়।
ইকবাল হোসেন/এমএইচআর/এমএস