গুলিস্তানে বিস্ফোরণ

ক্ষতিগ্রস্ত ভবনে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:২২ পিএম, ১১ মার্চ ২০২৩

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন কুইন টাওয়ারে কাজ করছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) বোম্ব ডিসপোজাল ইউনিট। সিটিটিসির উপ-পুলিশ কমিশনার মিশুক চাকমার নেতৃত্বে শনিবার বেলা ১১টা থেকে কাজ করছেন তারা।

শনিবার (১১ মার্চ) দুপুর ১টায় বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনের সামনে গিয়ে এমন চিত্র দেখা যায়।

আরও পড়ুন: বার্ন ইনস্টিটিউটে আরও একজনের মৃত্যু, প্রাণহানি বেড়ে

এর আগে ভবনটিকে স্থিতিশীল করতে বৃহস্পতিবার রাত থেকে শুরু হয় প্রোপিংয়ের কাজ। বিস্ফোরণে ভবনটির বেজমেন্ট এবং নীচতলার ২৪ কলামের মধ্যে ৯টি কলাম বেশ ক্ষতিগ্রস্ত হওয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ভবনটি। তাই প্রোপিংয়ের কাজ চলছে এখনো। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত কলামে স্টিলের পাইপ দিয়ে অস্থায়ী সাপোর্ট (দাঁড় করিয়ে রাখার ব্যবস্থা) দেওয়া হয়েছে। ভবনটির বাইরের অংশের ক্ষতিগ্রস্ত কলামগুলোর পাশে এসব পাইপ স্থাপন করা হয়েছে। এরই মধ্যে ১৩টি পাইপ বসানো হয়েছে। আরও কয়েকটি পাইপ বসানোর কাজ চলছে। পাইপগুলো স্থাপনে কাজ করছে রাজউক।

আরও পড়ুন: শেখ হাসিনা বার্নে চিকিৎসাধীন ৯ জনের কেউই শঙ্কামুক্ত নন

এসব পাইপ বসানোর পর বেলা ১১টায় ভবনটিতে আসে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) বোম্ব ডিসপোজাল ইউনিট। দুপুর দুইটার দিকে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের ১২ থেকে ১৫ জনের একটি দলকে কাজ করতে দেখা গেছে।

ভবনটিতে প্রোপিংয়ের কাজ করা মো. রিয়াজ বলেন, এরই মধ্যে ভবনের বাইরের অংশে ১৩টি পাইপ স্থাপন করা হয়েছে। আরও কয়েকটি স্থাপনের কাজ চলছে।

আরও পড়ুন: ক্ষতিগ্রস্ত ভবনে আর কোনো মরদেহ নেই

এদিকে, ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে। সবশেষ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একজন।

আরএসএম/কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।