বিএনপি বিলীন হয়ে যাবে : এরশাদ


প্রকাশিত: ০২:২৬ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৪

আগামী নির্বাচনের আগে বিএনপি বিলীন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। শুক্রবার সন্ধ্যায় রংপুর সদরের হারাটি স্কুল মাঠে এক সমাবেশে একথা বলেন তিনি।
 
এরশাদ বলেন, বিএনপি আর দাঁড়াতে পারবে না। তাদের দলে শুরু হয়ে গেছে দ্বন্দ্ব। বিএনপি নেত্রীর কথা কেউ মানছে না। বিএনপি নেত্রী কমিটি গঠন করে দিলেও সে কমিটিও মানছে না নেতাকর্মীরা। এখন বিএনপিতে চলছে বেহাল অবস্থা। আগামী নির্বাচনে এ দলের কি হবে তা তারাই ভাল বলতে পারবে।
 
রংপুর সিটি মেয়র ঝন্টুর এক মন্তব্য প্রসঙ্গে এরশাদ বলেন, সেই সময় জাপার মধ্যে দ্বন্দ্ব থাকায় আমরা মেয়রের পদটি হারিয়েছি। কিন্তু বর্তমানে সে অবস্থা আর নেই। এখন জাতীয় পার্টি অনেক শক্তিশালী হয়েছে।
 
এরশাদ মেয়র ঝন্টুর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে তার মনোনীত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফাকে হারাতে পারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন।
 
জাপা চেয়ারম্যান বলেন, সরকারি দলীয় লোকজন টেন্ডারবাজী, দুর্নীতি, ধান্দাবাজিতে মেতে উঠেছে। এসব রুখতে না পারলে দেশ পিছিয়ে পড়বে। দু’দলের রেষারেষি ও হানাহানিতে দেশের মানুষ অতিষ্ঠ। যে লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন করা হয়েছিল জনগণের সে প্রত্যাশা পূরণ করতে পারেনি এ দু`দল।

রংপুরের উদ্দেশ্যে এরশাদ বলেন, আগামীতে জাপা ক্ষমতায় গেলে প্রথম কাজ হবে রংপুরে গ্যাস নিয়ে আসা। এ অঞ্চলে গ্যাস এলে শিল্প কলকারখানা গড়ে উঠবে। এতে করে বেকার সমস্যার সমাধান হবে।
 
হারাটি জাতীয় পার্টির সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোফাজ্জল হোসেন মাস্টার, সদস্য সচিব ও এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আছিপ, মহানগর জাপার আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব এসএম ইয়াছির প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।