গুলিস্তানে বিস্ফোরণ

ক্ষতিগ্রস্ত ভবনে স্টিলের পাইপ ‘ঠেকনা’ দিচ্ছে রাজউক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৭ পিএম, ০৯ মার্চ ২০২৩
ক্ষতিগ্রস্ত ভবন স্থিতিশীল করতে কাজ চলছে/ছবি: জাগো নিউজ

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন ভাঙা হবে নাকি সংস্কার করা হবে, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আপাতত ভবনটি স্থিতিশীল রাখতে লোহার পাইপ দিয়ে প্রপিং (ঠেকনা) করা হচ্ছে। বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে ভবন স্থিতিশীল রাখতে কাজ শুরু করা হয়। এজন্য ঘটনাস্থলে আনা হয়েছে লোহার রড, স্টিলের পাইপ ও লোহার পাত।

এদিকে, ভবনের ২৪ কলামের মধ্যে ৯টি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ভবনটি। এজন্য উদ্ধার অভিযান শেষ করে ভবনটি বুঝিয়ে দিতে পারেনি ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশন। এমন পরিস্থিতিতে সবার আগে ভবন স্থিতিশীল করার সিদ্ধান্ত নেয় রাজউক। ধারণা করা হচ্ছে, শুক্রবার (১০ মার্চ) সকালের মধ্যে এ কাজ শেষ হবে।

আরও পড়ুন: বার্ন ইনস্টিটিউটে আরও একজনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ২৩

এর আগে বৃহস্পতিবার দুপুরে ভবন ভাঙা হবে নাকি সংস্কার করা হবে তা দ্রুত জানানো হবে বলে জানিয়েছিলেন রাজউকের কারিগরি কমিটির আহ্বায়ক মেজর (ইঞ্জিনিয়ার) সামসুদ্দীন আহমদ চৌধুরী।

ক্ষতিগ্রস্ত ভবনে স্টিলের পাইপ ‘ঠেকনা’ দিচ্ছে রাজউক

সেসময় তিনি বলেন, ‘ভবন ভাঙা বা সংস্কারের আগে নিচতলার কলাম ও পিলার যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে আগে এটি স্থিতিশীল করতে হবে।’ রাজউক কর্মকর্তার এমন বক্তব্যের ৮ ঘণ্টা পর ভবন স্থিতিশীল করার কাজ শুরু করেছে সংস্থাটি।

মঙ্গলবার (৭ মার্চ) গুলিস্তানের সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এ পর্যন্ত ২৩ জন নিহত হয়েছেন। রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আরও ৮ জন চিকিৎসাধীন। তারা কেউই এখনও শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আরএসএম/এএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।