ক্ষতিগ্রস্ত ভবনে আর কোনো মরদেহ নেই: ফায়ার সার্ভিস
রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনে আর কোনো মরদেহ নেই বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারী পরিচালক আক্তারুজ্জামান। বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে ক্ষতিগ্রস্ত ভবন থেকে মরদেহ উদ্ধার শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ক্ষতিগ্রস্ত ভবন থেকে সর্বশেষ দুপুর ১২টা ১০ মিনিটে মেহেদী হাসান স্বপন নামের এক স্যানেটারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: গুলিস্তানে বিস্ফোরণ: মিললো আরও একজনের মরদেহ
আক্তারুজ্জামান বলেন, ক্ষতিগ্রস্ত ভবনের বেসমেন্টে থাকা দোকান বাংলাদেশ স্যানিটারির ম্যানেজার মেহেদী হাসান স্বপনকে তিনদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ তার মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার মরদেহের ওজন বেশি হওয়ায় দুটি ব্যাগ ব্যবহার করতে হয়েছে।
দুর্ঘটনার তদন্ত কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, কাজ শুরু করেছে তদন্ত কমিটি। পাঁচদিনের মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন দেবে।
আরও পড়ুন: গুলিস্তানে বিস্ফোরণ: অপমৃত্যুর মামলা করলো পুলিশ
মেহেদী হাসান স্বপনের স্বজন স্যানিটারি ব্যবসায়ী আব্দুস সাত্তার বাবুল মরদেহটি শনাক্ত করেন। তিনি বলেন, স্বজন হারিয়েছি, কর্মচারী হারিয়েছি। আমাদের দোকানে চার থেকে পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে।
আরএসএম/বিএ/জিকেএস