সিদ্দিকবাজারে বিস্ফোরণ
ভবনটি ভাঙা হবে নাকি সংস্কার, সিদ্ধান্ত শিগগির
গুলিস্তানের সিদ্দিক বাজার সংলগ্ন এলাকায় বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটি ভেঙে ফেলা হবে নাকি সংস্কার করা হবে তা দ্রুত জানানো হবে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) তদন্ত কমিটির সদস্য মেজর শামসুদ্দিন আহমেদ চৌধুরী এ তথ্য জানান।
বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর দেড়টায় তিনি সাংবাদিকদের বলেন, বেসমেন্ট ও নীচতলার কলাম ও পিলার যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এ অবস্থায় দ্রুত সময়ের মধ্যেই জানানো হবে কী করা হবে। তবে তার আগে ভবনটি এখন ঝুঁকিপূর্ণ। তাই প্রথমে এটাকে স্থিতিশীল (স্টবল) করতে হবে। এরপর জানান যাবে এটি সংস্কার করলে নিরাপদ হবে না কি ঝুঁকি থাকবে।
শামসুদ্দিন আহমেদ চৌধুরী আরও বলেন, ভবনের ২৪ কলামের মধ্যে ৯টি কলাম বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এরই মধ্যে আমাদের তদন্তের কাজ শুরু হয়েছে। তদন্ত করে দ্রুত সময়ের মধ্যেই প্রতিবেদন জানাতে পারবো।
আরও পড়ুন>> মিললো আরও একজনের মরদেহ
গত মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিক বাজারের নর্থসাউথ রোডে সাততলা ওই ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে।
বিস্ফোরণে ভবনটির তিনতলা পর্যন্ত পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে স্যানিটারি ও গৃহস্থালি সামগ্রীর বেশ কয়েকটি দোকান ছিল। বিস্ফোরণে ভবনটির দেয়াল ভেঙে যাওয়ার পাশাপাশি ভেতরের জিনিসপত্র ছিটকে বাইরে পড়ে যায়। ভবনের উল্টোদিকে দাঁড়িয়ে থাকা একটি বাসও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের কয়েকটি ভবনও।
আরএসএম/ইএ/এএসএম