এখনো ভবনের ভেতর মানুষ আটকে থাকতে পারে: ফায়ার ডিজি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৬ এএম, ০৮ মার্চ ২০২৩

এখনো ভবনের ভেতরে মানুষ থাকতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। তিনি বলেন, ভবনের নিচতলা ও ভিত্তির অনেক ক্ষতি হয়েছে। কলামও ক্ষতিগ্রস্থ হয়েছে। তাই ভবনটি ঝুঁকিপূর্ণ। ফলে আমরা ভবনের ভেতরে প্রবেশ করতে পারছি না।

মঙ্গলবার (৭ মার্চ) রাত ৯টায় ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ৪টা ৫মিনিটে ভবনটিতে বিস্ফোরণ হয়। ব্যাজমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোরটা অনেকটুকু ধ্বসে গেছে। ভবনের কলামগুলো অনেক ক্ষতিগ্রস্ত যার কারণে আমরা এখন ভবনে ঢুকতে পারছি না। আমরা রাজউক সেনাবাহিনীর বিশেষজ্ঞদের মতামত নিয়েছি। এ অবস্থায় ভবনটি ঝুঁকিপূর্ণ। যেহেতু ঝুঁকিপূর্ণ সেহেতু আমরা এ মুহূর্তে ঢুকতে পারছি না। সেনাবাহিনীর থেকে আমি সহযোগিতা নিচ্ছি। এটাকে আমরা ফ্লোরিং করে আমরা একটু স্টেবল করে উদ্ধার অভিযান করবো। আশপাশে এবং ওপরের দিকে আমরা অভিযানটা পরিচালনা করছি।

তিনি বলেন, আমার কাছে এখন পর্যন্ত যেই তথ্য আছে ১৫ জন নিহত হয়েছে। আর ৪০ জন আহত রয়েছে।

দূর্ঘটনার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমরা মালিক সমিতির সঙ্গে কথা বলেছিলাম। তারা বলেছেন ভবনের নিচে কোনো গ্যাসের লাইন ছিল না। তবে পানির লাইন ছিল এবং পানির রিজার্ভার ছিল। তাই এখনো আমরা বলতে পারছি না কারণটা কী। সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল এসেছে। অন্য কোনো কিছু আছে কি না আমরা এখন এটা তদন্ত করবো। তদন্ত করে আমরা আপনাদের জানাবো, একটু সময় লাগবে।

ভেতরে নিখোঁজ রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, মার্কেটটি চালু ছিল যখন বিস্ফোরণটা হয়। মার্কেটে কর্মচারী, ক্রেতারাও ছিল। এজন্য আমরা বলতে পারছি না ভিতরে কতজন আছে। আমরা আমাদের উদ্ধার অভিযান চালাবো কিন্তু তার আগে এটাকে একটু স্টেবল করতে হবে যেহেতু কলামগুলো ভেঙ্গে গেছে।

এ মুহূর্তে আমাদের প্রাধান্য হলো উদ্ধার অভিযান। সবাই মিলে কাজ করে একটা উপসংহারে আসতে পারবে বলেও জানান তিনি।

আরএসএম/এমআইএইচএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।