গুলিস্তানে বিস্ফোরণে নিহত ৪
রাজধানীর গুলিস্তানে একটি সাততলা ভবনের নিচতলায় বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত চারজন নিহত হয়েছেন। তাদের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে দুর্ঘটনার পর ভবন থেকে আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বিস্ফোরণের পর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রথমে পাঁচটি ইউনিট উদ্ধারকাজে যোগ দেয়। বর্তমানে সাতটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। এ পর্যন্ত আমরা চারজনের মরদেহ উদ্ধার করেছি। এছাড়া ভবন থেকে অন্তত আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।’
আরও পড়ুন: গুলিস্তানে ভবনে বিস্ফোরণ, বহু হতাহতের শঙ্কা
মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানে বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে একটি সাততলা ভবনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত অন্তত ৪০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাপসাতালে নেওয়া হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
টিটি/এএএইচ/এমএস