ঢাকা ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১০ পিএম, ০৫ মার্চ ২০২৩
রাজধানীর সায়েন্সল্যাব এলাকা/ ছবি- জাগো নিউজ

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় একটি তিনতলা ভবনে বিস্ফোরণে এখনো স্বাভাবিক হয়নি ওই এলাকা। ভয়াবহ এই বিস্ফোরণের রেশ না কাটতেই সায়েন্সল্যাব এলাকায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল।

রোববার (৫ মার্চ) দুপুর আড়াইটায় জাগো নিউজকে এ তথ্য জানান নিউমার্কেট থানার উপ-পরিদর্শক রায়হান সিরাজী।

সায়েন্সল্যাবে তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

তিনি বলেন, দুপুরে সংঘর্ষের ঘটনা ঘটে। এখনো শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে পুলিশ।

সায়েন্সল্যাবে তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

দুপুর ১টার দিকে এই সংঘর্ষের সূত্রপাত বলে জানা গেছে। বিকেল ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।

এদিকে, সংঘর্ষে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তারা হলেন মো. তাহসিন (১৮), মো. বাইজিদ (১৮) ও মইনুল ইসলাম (১৮)। তারা সবাই ঢাকা কলেজের শিক্ষার্থী।

আরএসএম/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।