ইউক্রেনে ২৪ ঘণ্টায় ৬ সেনা নিহত, আহত ১৩


প্রকাশিত: ১২:৩১ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৪

ইউক্রেনের সেনাবাহিনী শুক্রবার বলেছে, ২৪ ঘণ্টায় রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে লড়াইয়ে তাদের ছয় সেনা নিহত হয়েছে। অথচ কিয়েভ এবং রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা একদিন আগে নতুন যুদ্ধবিরতি বাস্তবায়ন করা হবে বলে প্রতিশ্রুতি দেয়ার পরও নতুন করে সংঘর্ষ হয়েছে।

ইউক্রেনের নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের মুখপাত্র আদ্রি লাইসেনকো সাংবাদিকদের বলেন, ২৪ ঘণ্টায় ইউক্রেনের ছয় সেনা নিহত এবং ১৩ জন আহত হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এতো বেশি সংখ্যক ইউক্রেনের সেনা আর নিহত হয় নি।

বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট পেতরো পোরোশেঙ্কো এবং লুকানেস্ক এবং দোনেতস্কের স্বাধীনতাকামী নেতারা নতুন যুদ্ধবিরতির বিষয় সম্মত হয়েছে বলে ঘোষণা করেছিলেন। এ যুদ্ধবিরতি চলতি মাসের ৯ তারিখ থেকে কার্যকর হওয়ার কথা ঘোষণা করা হয়েছিল।

জাতিসংঘ হিসাব অনুযায়ী ইউক্রেনের যুদ্ধে এ পর্যন্ত ৪,৩০০ ব্যক্তি নিহত হয়েছে এবং ১০ লাখ মানুষ ঘরবাড়ি হারিয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।