গ্রেফতার এড়াতে ঢাকায় কৌশলে আত্মগোপন করেন তিনি
নোয়াখালীর বেগমগঞ্জ থানার মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি খোন্দকার মাহফুজুর রহমানকে (৪৮) গ্রেফতার করেছে র্যাব।
রাজধানীর শ্যামলী থেকে তাকে গ্রেফতার করে র্যাব-২ এর একটি দল। র্যাব জানিয়েছে, আত্মগোপনের কৌশল হিসেবে তিনি শ্যামলীতে একটি খাবারের দোকানে কাজ নিয়েছিলেন।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. ফজলুল হক বলেন, গ্রেফতার মাহফুজুর রহমান একজন পেশাদার মাদক কারবারি। ২০০৮ সালের ১৬ অক্টোবর মাদকসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হন। তার বিরুদ্ধে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের হয়।
মাদক মামলায় গ্রেফতার মাহফুজুর রহমানকে আদালতে পাঠায় পুলিশ। ১৩ দিন জেল হাজতে আটক থাকার পর আদালতে হাজিরা দেওয়া সাপেক্ষে জামিনে মুক্ত হন।
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, জামিনে বেরিয়ে আত্মগোপন করেন তিনি। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে ঢাকার বিভিন্ন এলাকায় ছদ্মবেশ ধারণ করে আত্মগোপন করেন। আদালত মামলাটির দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আসামি খন্দকার মাহফুজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড দেন।
তাকে আইনের আওতায় আনতে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন। পরোয়ানার ভিত্তিতেই যাবজ্জীবন কারাদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাহফুজুর রহমানকে রাজধানীর শ্যামলী এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি নোয়াখালী বেগমগঞ্জের আবু নাছের খন্দকারের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাতে র্যাব-২ এর এ কর্মকর্তা বলেন, পলাতক থাকাকালে রাজধানীর বিভিন্ন এলাকায় বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি। সর্বশেষ শ্যামলীর একটি খাবার হোটেলে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
টিটি/এমআরএম/এএসএম