প্রধানমন্ত্রীর কাছে মুক্তিযুদ্ধের ১১২ ডকুমেন্ট হস্তান্তর

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩২ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মুক্তিযুদ্ধের ডকুমেন্ট হস্তান্তর করেন হাসনা বানু

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মুক্তিযুদ্ধকালীন ১১২টি ডকুমেন্ট হস্তান্তর করা হয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য অধ্যাপক মো. হামিদুল হকের পিতা মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক সংসদ সদস্য মরহুম আবুল হোসেনের কাছে এসব ডকুমেন্ট সংরক্ষিত ছিল।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসব ডকুমেন্ট হস্তান্তর করা হয় বলে পিএসসি থেকে জানানো হয়েছে।

পিএসসি জানায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে সংরক্ষণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে মুক্তিযুদ্ধের ১১২টি ডকুমেন্ট তুলে দেওয়া হয়েছে। পিএসসির সদস্য অধ্যাপক মো. হামিদুল হকের মাতা হাসনা বানু প্রধানমন্ত্রীর হাতে এগুলো তুলে দেন।

এ সময় পিএসসির সদস্য মো. হামিদুল হক, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. জাকেরুল আবেদীন উপস্থিত ছিলেন। হামিদুল হক তার রচিত ‘বৈভবে একাত্তর’ গ্রন্থ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

এমএইচএম/কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।