গুলশানের অগ্নিকাণ্ডে দগ্ধ আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১০ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৩
আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় ফায়ার সার্ভিস কর্মীরা, তাদের সঙ্গে যোগ দিয়েছেন আশপাশের মানুষ

রাজধানীর গুলশানে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম রাজু। এ নিয়ে এখন পর্যন্ত দুজনের মৃত্যুর খবর এলো।

সোমবার (২০ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার আব্দুল আহাদ এ কথা জানান।

তিনি জানান, রাজু শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে ভোর ৪টার দিকে মারা যান। তিনি ভবনটিতে বাবুর্চির কাজ করতেন।

আরও পড়ুুন: আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

উপ-পুলিশ কমিশনার বলেন, গুলশানে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত দুজন মারা গেলেন। গতকাল আনোয়ার নামে একজন এবং আজ আরেকজন মারা গেছেন। আরও দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন। তারা চিকিৎসা নিয়েছে।

ভবন থেকে চারজনের লাফিয়ে পড়ার বিষয়ে গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার বলেন, আমরা তাদের (ভবনের বাসিন্দা) বার বার বলেছি লাফ দেবেন না। তারা যদি লাফ না দিতো তাহলে নিহত হতেন না। যারা কষ্ট করে ছিলেন, লাফ দেননি, তাদের আমরা উদ্ধার করতে পেরেছি।

আরও পড়ুুন: সন্তানের মুখ দেখে যেতে পারলেন না আনোয়ার

আগুনের সূত্রপাতের বিষয়ে তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের মাধ্যমে জানতে পেরেছি, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।

ভবনের অগ্নিনিরাপত্তা ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, ওই ভবনে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল কি না এগুলো ফায়ার সার্ভিস ও রাজউকসহ অন্যান্য সংস্থা দেখবে। আমরা শুধু ভবনের নিরাপত্তার বিষয়টি দেখছি।

আরও পড়ুুন: ‘চারটা লোক আমার সামনে লাফ দিয়ে পড়ে গেছে’

এর আগে রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটের দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডে ১২ তলা আবাসিক ভবনে আগুন লাগে। এই আগুন নিয়ন্ত্রণে আসে রাত ১১টার দিকে।

আরএসএম/জেডএইচ/জিকেএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।