গুলশানে অগ্নিকাণ্ড
ভবন এখন ঝুঁকিমুক্ত, বুঝিয়ে দেওয়া হচ্ছে ফ্ল্যাট
রাজধানীর গুলশানের ১২ তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন আর ঝুঁকি না থাকায় একে একে ভবনটির ফ্ল্যাট মালিকদের তাদের ফ্ল্যাট বুঝিয়ে দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
রোববার (১৯ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টা ৪০ মিনিটের পর ভবন থেকে সবাইকে বের করে দিয়ে ফ্ল্যাট মালিকদের ডেকে ডেকে ভেতরে নেওয়া হয়। আগুন লাগার পর বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় পুরো ভবনটি অন্ধকারে আচ্ছন্ন।
এ বিষয়ে পুলিশের এক কর্মকর্তা জাগো নিউজকে জানান, আমরা ফ্ল্যাট মালিকদের বাসা বুঝিয়ে দেবো। এখন ভবনে বিদ্যুৎ সংযোগ নেই। বসবাসের মতো পরিবেশও নেই। তবুও যাদের ঘর তারা যদি মনে করেন থাকতে পারেন। এটি তাদের ইচ্ছা।
এর আগে সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটের দিকে ওই ভবনটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিরে প্রচেষ্টায় রাত ১১টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত একজনের নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।
এএএম/কেএসআর