গুলশানে অগ্নিকাণ্ড

ভবনের ছাদে এখনো আটকা অনেকেই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৬ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৩
ভবনের সামনে আটকেপড়াদের স্বজনদের অপেক্ষা

রাজধানীর গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডে ১২ তলা আবাসিক ভবনে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ভবনের ছাদে এখনো আটকে আছে বেশ কিছু মানুষ।

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিসের মহাপরিচালক।

এর আগে সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটের দিকে আগুন লাগে। সর্বশেষ খবর পর্যন্ত ফায়ার সার্ভিসের মোট ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে। আগুনের তীব্রতা কিছুটা কমে এসেছে। তবে প্রচণ্ড ধোঁয়াচ্ছন্ন হয়ে গেছে ভবনের আশপাশ। ভবনের ছাদে এখনো আটকে আছে বেশ কিছু মানুষ। ভবন থেকে লাফিয়ে পড়ে অন্ততপক্ষে চারজন আহত হয়েছেন। এছাড়া হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে বলেও জানা গেছে।

আরএসএম/কেএসআর

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।