গুলশানে আগুন লাগা ভবন থেকে দুজন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৩
একজনকে নামিয়ে আনছেন ফায়ার সার্ভিসের কর্মীরা

রাজধানীর গুলশান-২ নম্বরে মানারাত ইন্টারন্যাশনাল স্কুলের পাশের একটি ১২ তলা ভবনের ৭ম তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত ৬টা ৫৯ মিনিটে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

পরে রাত পৌনে ৯টার দিকে ওই ভবন থেকে দুজন পুরুষকে (৮০ বছর ও ১৮ বছর) আগুন লাগা ভবন থেকে নিচে নামিয়ে আনা হয়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৮টা ৫৫ মিনিট) ভবনে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ভবনে কর্মরত ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, আরও কয়েকজন ভেতরে আটকা থাকতে পারেন। তাদেরও উদ্ধারে চেষ্টা চলছে। তবে ভবনে আগুন লাগার কারণ ও হতাহতের খবর এখনো জানা যায়নি।

টিটি/এমএইচআর/জিকেএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।