সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে হুড়োহুড়িতে ৫ পুণ্যার্থী আহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে চন্দ্রনাথ ধাম পরিক্রমা করতে গিয়ে হুড়োহুড়িতে পাঁচ পুণ্যার্থী আহত হয়েছেন। আহতরা হলেন- বীণা দাস (৫০), চম্পা হাওলাদার (৪৪), কমলা কর্মকার (৪০), লিপি কর্মকার (৩২) ও সুশেন দাস (৩০)। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১ হাজার ২০০ ফুট ওপরে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় এই চন্দ্রনাথ ধাম। গত শুক্রবার সেখানে সনাতন ধর্মাবলম্বীদের তিনদিনের শিব চতুর্দশী মেলা শুরু হয়েছে। মেলা ঘিরে চন্দ্রনাথ ধামে দেশি-বিদেশি প্রায় ১০ লাখ মানুষের সমাগম হয়।

বিজ্ঞাপন

শনিবার দিনগত মধ্যরাতে দুই পুণ্যার্থী নিহত খবর ছড়িয়ে পড়লে এ নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। এরপর পাহাড়ে ওঠানামার মূল পথটি বন্ধ করে দেওয়া হয়। ভোরের আলো ফোটার পর ইকোপার্কের মধ্য দিয়ে বিকল্প পথে নামতে অনুমতি দেয় চন্দ্রনাথ ধাম কর্তৃপক্ষ। পাহাড় থেকে নামার সময় হুড়োহুড়িতে আহত আরও অনেকে স্থানীয় স্বাস্থ্য ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা নেন।

জানা যায়, চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে সনাতন ধর্মাবলম্বীদের তিনদিনের শিব চতুর্দশী মেলা শুরু হয়েছে গত শুক্রবার। পুণ্যার্থীরা পাহাড়ের উঁচু সিঁড়ি বেয়ে ধাম পরিক্রমা করেন। প্রতিবছর এ মেলা তিনদিনের হলেও এবার তিথির কারণে চারদিন মেলা চলবে। দেশ-বিদেশের প্রায় ১০ লাখ পুণ্যার্থীর সমাগম ঘটে শিব চতুর্দশী মেলায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চন্দ্রনাথ ধামের সায়ন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন দাশ জাগো নিউজকে বলেন, শিব চতুর্দশী মেলায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শুধু পাহাড় থেকে নামতে গিয়ে হুড়োহুড়িতে কিছু মানুষ আহত হয়েছেন। আমরা পাঁচজনের কথা শুনেছি। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

ইকবাল হোসেন/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।