স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে উঠে ঝগড়া, নারীকে শ্বাসরোধে হত্যা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:০৬ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

কক্সবাজারে একটি আবাসিক হোটেলে থেকে এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় মো. মোস্তাফিজুর রহমান (৫১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। সংস্থাটি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মোস্তাফিজুর জানান- স্ত্রী পরিচয়ে ওই নারীকে নিয়ে হোটেলে উঠেন তিনি। পরে বাকবিতণ্ডার জেরে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করেন।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের হাটহাজারি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মোস্তাফিকুর রহমান বাগেরহাট সদর থানার আতাইকাঠী গ্রামের আবদুল জব্বারের ছেলে।

বিজ্ঞাপন

গত ১৪ ফেব্রুয়ারি স্বামী-স্ত্রী পরিচয়ে ওই নারীকে নিয়ে পৌরশহরের বাজারঘাটা এলাকায় ‘সি বার্ড’ নামে একটি হোটেলে উঠেন মোস্তাফিজুর রহমান। কিন্তু ১৫ ফেব্রুয়ারি হোটেল কক্ষের বাইরে তালা দিয়ে চলে যান মোস্তাফিজুর। কক্ষে আলো জ্বলতে দেখে হোটেল বয় ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। পুলিশ এসে তালা ভেঙে ওই নারীর মরদেহ উদ্ধার করে। তবে নিহত নারীর পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন: ভালোবাসা দিবসে হোটেলে উঠে পরদিন লাশ মিললো নারীর, স্বামী পলাতক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

র‌্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, নিহত ওই নারীর পরিচয় না পাওয়ায় ময়নাতদন্তে শেষে আনজুমানে মুফিদুল ইসলামের মাধ্যমে অজ্ঞাতপরিচয় হিসেবে দাফন করা হয়েছে। এ ঘটনার পর মোস্তাফিজুর পালিয়ে চট্টগ্রামের হাটহাজারিতে চলে যান। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার বিষয়টি স্বীকার করেছেন মোস্তাফিজুর।

নূরুল আবছার বলেন, গ্রেফতার মোস্তাফিজুর মাদক কারবারি। তার বিরুদ্ধে ঢাকা ও কক্সবাজারে একাধিক মামলা রয়েছে। এসব মামলা বেশ কয়েকবার গ্রেফতারও হন তিনি। নিহত নারীর সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক ছিল না। শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য স্বামী-স্ত্রী পরিচয়ে তারা হোটেলে উঠেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, আগেও অন্য নারীদের নিয়ে মোস্তাফিজুর একাধিকবার বিভিন্ন হোটেলে গিয়েছেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। ওইদিন বাকবিতণ্ডা জেরে ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মোস্তাফিজুরকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

ইকবাল হোসেন/আরএডি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।