এক ম্যাচ সাসপেন্ড কুক
শ্রীলঙ্কার বিপক্ষে স্লো বোলিংয়ের কারণে ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুককে এক ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছে। ১২ মাসের মধ্যে ইংল্যান্ড দল একই ঘটনা দ্বিতীয়বার ঘটানোয় এই শাস্তি পেলেন কুক।
বৃহস্পতিবার আইসিসি একটি বিজ্ঞপ্তিতে জানায়, তৃতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ে এক ওভার কম বল করে ইংল্যান্ড। এই কারণে ম্যাচ রেফারি ডেভিড বুন আইসিসির নিয়ম অনুযায়ী কুককে এই শাস্তি দিয়েছে। ফলে রোববার সিরিজের চতুর্থ ওয়ানডেতে খেলতে পারবেন না কুক। তাঁর পরিবর্তে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন ওয়েন মরগ্যান।
এক ম্যাচ সাসপেন্ডের পাশাপাশি ‘স্লো ওভার রেট’ এর কারণে কুককে ম্যাচ ফির ২০ শতাংশ এবং দলের অন্য ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেন ম্যাচ রেফারি।