বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে
তাপমাত্রা আরও কিছুটা বেড়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়ার এ ধারা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে আগামী সপ্তাহে ঝড়-বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।
বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। বৃহস্পতিবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি থেকে হয়েছে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: ভালোবাসায় জড়িয়ে বসন্ত এলো ধরণীতে
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোর থেকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
এ সময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে জানিয়ে তিনি বলেন, আগামী তিনদিনে তাপমাত্রা আরও বাড়তে পারে।
আগামী সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন একজন আবহাওয়াবিদ।
আরও পড়ুন: বসন্ত উধাও হলে মানুষের ভালোবাসার হবেটা কি?
আরএমএম/এমএইচআর/এএসএম