‘মাইক’-এর ফুটেজ উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪০ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৩

৭ মার্চের ভাষণকে উপজীব্য করে সরকারি অনুদানে নির্মিত পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’-এর ফুটেজ দুষ্কৃতিকারী কর্তৃক চুরি হওয়ায় সেটি উদ্ধারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন এর পরিচালক।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আবেদন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পরিচালক ও প্রযোজক এফ এম শাহীন বলেন, আমি ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে কেন্দ্র করে পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র মাইক নির্মাণ করি। চলচ্চিত্রটি আগামী ৭ মার্চের পূর্বেই মুক্তি দেওয়ার কথা। গত ৮ ফেব্রুয়ারি রাত ১০টা থেকে ৯ ফেব্রুয়ারি সকাল ১০টার মধ্যে যেকোন সময় পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ভবনের ১১ তলায় বিবার্তা ও জাগরণ টিভির অফিসে দুষ্কৃতিকারীরা আমার টেবিলের ড্রয়ারে রক্ষিত ‘মাইক' চলচ্চিত্রের সর্বশেষ এডিটেড ফুটেজের পোর্টেবল হার্ড ডিস্ক চুরি করে নিয়ে যায়। সেটির আনুমানিক মূল্য ১ কোটি ২৫ লাখ টাকা।

শাহীন বলেন, এছাড়া বিবার্তার সম্পাদকের ড্রয়ার থেকে বেতন ও ভাড়ার জন্য তোলা নগদ ৫ লাখ ৩৫ হাজার টাকা এবং একটি অ্যাপল ব্র্যান্ডের আইপ্যাড যার মূল্য ১ লাখ ১০ হাজার টাকা, সেটিও নিয়ে যায়। সেগুলোর সর্বমোট মূল্য এক কোটি ৩১ লাখ ৪৫ হাজার টাকা। ভবনের ১১ তলার একাংশ অফিস হিসেবে ভাড়া নিয়ে ২০২১ সালের ৩ মে থেকে গণমাধ্যম কার্যক্রম পরিচালনা করে আসছি।

আরও পড়ুন: বিবার্তা কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় ডিআরইউ’র নিন্দা

তিনি জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে রমনা থানা পুলিশ, ডিবি এবং সিআইডি ঘটনাস্থলে এসে উক্ত ঘটনা দেখে ও শোনে। এদিকে নাশকতা, ভাঙচুর-চুরির ঘটনায় গত ৯ ফেব্রুয়ারি গভীর রাত পর্যন্ত রমনা থানায় অপেক্ষা করেও মামলা করতে পারিনি। পরে ১১ ফেব্রুয়ারি, শনিবার রমনা মডেল থানায় অজ্ঞাতনামা চোর/চোরদের বিবাদী করে চুরির মামলা নেয়

প্রধানমন্ত্রীর নিকট দাবি জানিয়ে এফ এম শাহীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আবেদন, আপনি এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ‘মাইক’ চলচ্চিত্রের ফুটেজ উদ্ধারের নির্দেশ দিয়ে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করবেন।

সংবাদ সম্মেলনে মাইক-এর অভিনেতা ঝুনা চৌধুরী, নাদের চৌধুরী, বিবার্তা২৪ ডটনেটের সম্পাদক বাণী ইয়াসমিন হাসি, বিবার্তার বার্তা সম্পাদক হাবিবুর রহমান রোমেল প্রমুখ উপস্থিত ছিলেন।

এইচএস/এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।