এক-এগারোর কুশীলবদের জানতে কমিশন চান মেনন


প্রকাশিত: ১২:৩৮ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

এক-এগারোর কুশীলবদের বিষয়ে জানতে এবং প্রয়োজনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ দাবি জানান তিনি।

সম্প্রতি একটি টকশোতে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দ্য ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত কিছু সংবাদের জন্য পত্রিকাটির সম্পাদক নিজের ভুল স্বীকারের পর বিষয়টি বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। ভুল স্বীকারের পর থেকে সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা হয়েছে।   

সংসদে মেনন বলেন, জামায়াতে ইসলামী এখনো যে অপরাধ করছে তাতে তাদের রাজনীতি করার অধিকার নেই। একইভাবে বিএনপি জামায়াতকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে যেভাবে রাজনীতি করার সুযোগ দিচ্ছে তাতে বিএনপির রাজনীতিও প্রশ্নবিদ্ধ।

বিএনপিকে জামায়াত ত্যাগ করে সঠিক রাজনীতি করার আহ্বানও জানান মেনন।

গত পৌর নির্বাচনে কমিশনের কর্মকাণ্ডের সমালোচনা করে রাশেদ খান মেনন বলেন, আমার দলের অনেক প্রার্থীর উপরও অন্যায় করা হয়েছে। কমিশনকে আমরা জানিয়েছি। কিন্তু কমিশন তা কানে দেয়নি। ওই নির্বাচনে মানুষ ইসির কারণে অনেকটা আস্থা সঙ্কটে ভুগছে। এবার ইউনিয়ন নির্বাচনে যেন ইসি কোনো পক্ষপাতিত্ব না করে। এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে তা গণতন্ত্রের জন্য হুমকি হবে।
 
ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের প্রসঙ্গে মেনন বলেন, এই সম্পাদকের স্বীকারোক্তি থেকে আমরা বুঝতে পারি কীভাবে ১/১১ তে রাজনীতিবিদদের চরিত্র হনন করা হয়েছে। সে সময় নির্যাতনের শিকার রাজনীতিকরা এই সংসদেই সেই কুশীলবদের বিচার দাবি করেছেন।  

এইচএস/এনএফ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।