৮৯ লাখ টাকা আত্মসাৎ

রূপালী ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৩

সহকর্মীদের ব্যাংক আইডি ব্যবহার করে গ্রাহকের ৮৯ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে রূপালী ব্যাংকের খুলনার বয়রা শাখার সিনিয়র অফিসার (দ্বিতীয় কর্মকর্তা) বাহাউদ্দিনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সংস্থাটির খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন দুদকের তরুন কান্তি ঘোষ।

আরও পড়ুন>>অবৈধ সম্পদ অর্জন: এস কে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন ৪ মে

বাহাউদ্দিনের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৮/৪৭১/৪৭৭(ক) ধারাসহ ১৯৪৭ সালের ২নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। তদন্তকালে বর্ণিত অপরাধের সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকেও আইনের আওতায় আনা হবে বলে দুদক জানিয়েছে।

দুদকের জনসংযোগ সূত্রে জানা যায়, আসামি নিজ শাখার কর্মকর্তাদের আইডি ব্যবহার করে প্রতারণা, জালিয়াতি ও অপরাধমূলক অসদাচরণ, বিশ্বাসভঙ্গ ও অসাধুভাবে ক্ষমতার অপব্যবহার করে ৮৯ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেন।

আরও পড়ুন>>লুব অয়েল আমদানির নামে অর্থপাচার, তদন্তে কাস্টমস

দায়িত্বশীল পদে কর্মরত থাকা অবস্থায় গত বছরের ১১ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত মোট ৭টি লেনদেনের মাধ্যমে সাড়ে ৮৯ লাখ টাকা উত্তোলন করেন তিনি। এছাড়াও চালানে প্রায় এক কোটি ৮৫ লাখ টাকার গরমিলের অভিযোগ রয়েছে আসামির বিরুদ্ধে।

এসএম/ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।