বাংলাদেশ-রাশিয়া সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ


প্রকাশিত: ১১:৪৮ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার বিদায়ী রাষ্ট্রদূত আলেকজান্দার এ. নিকোলাভ দুই দেশের বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য আরো বাড়াতে সংসদ সদস্যদের মাধ্যমে কমিটি গঠন করে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো চিহ্নিতকরণের উপর গুরুত্বারোপ করেছেন।

জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে রোববার তার বাসভবনে দেখা করে একথা বলেন নিকোলাভ।

আলাপকালে বিদায়ী রাষ্ট্রদূত বলেন, বর্তমানে বাংলাদেশ সরকার ও রুশ সরকারের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক বিরাজ করছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে বিদায়ী রাষ্ট্রদূতের ভূমিকা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে বলেন, বাংলাদেশে প্রতিটি মন্ত্রণালয়ভিত্তিক সংসদীয় স্থায়ী কমিটি রয়েছে। এসব কমিটি সংশ্লিষ্ট বিষয়ে সংসদীয় প্রতিনিধি বিনিময় ও দ্বি-পাক্ষিক বৈঠকের মাধ্যমে পারষ্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নির্ধারণে ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশে দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতা পাওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন বিদায়ী রাষ্ট্রদূত নিকোলাভ। বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে রাশিয়ার অব্যাহত সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এইচএস/এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।