স্বাভাবিক জীবনে ফিরতে ৯৯৯ নম্বরে ঘরছাড়া তরুণের ফোন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৮ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৩

অডিও শুনুন

ঘটনাটি গত বছরের ২৭ ডিসেম্বরের। হিজরতের উদ্দেশ্যে কুমিল্লা থেকে বাড়ি ছেড়েছিলেন এক তরুণ। নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’য় যোগ দেন। এরপর প্রশিক্ষণের জন্য কক্সবাজার যাওয়ার কথা ছিল ২৬ বছর বয়সী এই তরুণের। একপর্যায়ে তিনি তার ভুল বুঝতে পেরে পালিয়ে যান। ফিরতে চান স্বাভাবিক জীবনে।

আরও পড়ুন: ডাকাত থেকে জামাতুল আনসারের সামরিক শাখার প্রধান রণবীর

এ জন্য জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরে ফোন করেন। তাকে উদ্ধার করে থানায় নেয় উত্তরখান থানা পুলিশ। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর উত্তরখানের কোটবাড়ি আটিপাড়া এলাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়।

৯৯৯-এর পরিদর্শক (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) আনোয়ার সাত্তার জাগো নিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, গত বছরের ২৭ ডিসেম্বর হিজরতের উদ্দেশে কুমিল্লার বাড়ি থেকে টাকা চুরি করে আনসার ফিল হিন্দাল শারক্বীয়ায় যোগ দিতে ঘর ছেড়েছিলেন ওই তরুণ। এরপর রাজধানীর বসুন্ধরা, উত্তরখান ও দক্ষিণখানের বিভিন্ন মেসে অবস্থান করেন। প্রশিক্ষণের জন্য তার কক্সবাজার যাওয়ার কথা ছিল। একপর্যায়ে তিনি তার ভুল বুঝতে পেরে পালিয়ে যান।

আরও পড়ুন: ভারী অস্ত্র কিনতে দিয়েছে টাকা, নিচ্ছিল হামলার প্রস্তুতি

এরপর ওই তরুণ উত্তরখান থানা এলাকায় এক ব্যক্তির আশ্রয় লাভ করেন। তিনি স্বাভাবিক জীবনে ফিরতে চাচ্ছিলেন, কিন্তু ভয় পাচ্ছিলেন তার দলের সদস্যদের হাতে ধরা পড়লে হত্যার শিকার হতে পারেন।

পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, এসব তথ্য জানিয়ে স্বেচ্ছায় স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করে মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় ওই তরুণ ৯৯৯ নম্বরে ফোন করেন। কল রিসিভ করেছিলেন কনস্টেবল জয় বিশ্বাস। তিনি তাৎক্ষণিকভাবে উত্তরখান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইয়াসির আরাফাতকে বিষয়টি জানান।

আরও পড়ুন:  কারাগারে হামলার পর ভিডিও প্রচারের লক্ষ্য ছিল ‘জামাতুল আনসারের’

খবর পেয়ে উত্তরখান থানা পুলিশের একটি দল ওই তরুণের বর্ণনা অনুযায়ী কোটবাড়ি আটিপাড়া এলাকায় যায়। এরপর তাকে উদ্ধার করে থানায় নেওয়া হয়।

এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ ও আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের পরিদর্শক আনোয়ার সাত্তার।

টিটি/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।