শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৭.৬ ডিগ্রি, ৭ জেলায় শৈত্যপ্রবাহ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৮ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৩
ফাইল ছবি

ফাল্গুনের প্রথম দিন দেশের ৭ জেলায় শুরু হয়েছে মৌসুমের শেষ শৈত্যপ্রবাহ। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে তাপমাত্রা বেড়ে বুধবার থেকে কোন কোন অঞ্চল থেকে শৈত্যপ্রবাহ দূর হতে পারে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে উত্তরাঞ্চলে শীতের তীব্রতা বেড়েছে। শীত বেড়েছে ঢাকায়ও। তবে বুধবার থেকে তাপমাত্রা বেড়ে কোন কোন অঞ্চল থেকে শৈত্য প্রবাহ দূর হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন: শীত আরও বাড়বে, বিস্তৃত হতে পারে শৈত্যপ্রবাহ 

সোমবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আজকে তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ বলে। আর তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে বলে তীব্র শৈত্যপ্রবাহ।

আরও পড়ুন: ১৮ জেলায় শৈত্যপ্রবাহ, তাপমাত্রা আরও কমতে পারে 

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানান, রাজশাহী, পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, মৌলভীবাজার ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তিনি বলেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আরও পড়ুন: মৌসুমের শেষ শৈত্যপ্রবাহ শুরু, থাকতে পারে ৫ দিন 

এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে হামিদ মিয়া বলেন, আগামী তিনদিনে রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে।

আরএমএম/জেএইচ/জেআইএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।