আইইবির ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান হলেন প্রকৌশলী হোসাইন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৬ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৩

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) নির্বাচনে পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন সর্বাধিক ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবারে (৯ ফেব্রুয়ারি) আইইবির নির্বাচনে প্রদত্ত ভোটের সর্বাধিক ভোট পেয়ে পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান নির্বাচিত হন।

তিনি মোট ৩৭৩৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রকৌশলী আমিনুর রশিদ মাসুদ পেয়েছেন ৫৬৪ ভোট। নির্বাচনে ২টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। প্রকৌশলী মোহাম্মদ হোসাইন সবুর-মঞ্জু প্যানেল হতে নির্বাচিত হয়েছেন।

প্রকৌশলী মোহাম্মদ হোসাইন বর্তমানে আইইবির ভাইস প্রেসিডেন্ট। নির্বাচনে সবুর-মন্জু প্যানেলে প্রকৌশলী আব্দুস সবুর প্রেসিডেন্ট এবং মন্জুরুল হক মন্জু সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিতসহ পূর্ণ প্যানেল নির্বাচিত হয়।

আইএইচআর/এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।