শিশু নির্যাতন বন্ধে জারিকৃত পরিপত্র স্কুলে টাঙিয়ে রাখার নির্দেশ


প্রকাশিত: ০৭:৩৪ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৬
ফাইল ছবি

শিশু নির্যাতন বন্ধে জারিকৃত পরিপত্র প্রত্যেক স্কুলের অফিসে সামনে টাঙিয়ে রাখার নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। রোববার তিনি এ নির্দেশ দেন।

এর আগে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও গণস্বাক্ষরতা অভিযানে নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল শিশু নির্যাতন বন্ধে মন্ত্রীকে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে শিশু নির্যাতন বন্ধ, শিশুদের অধিকার রক্ষা এবং শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে ৩২টি বিষয়ে সুপারিশ করা হয়েছে।

পরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, স্কুলে শিশু নির্যাতন বন্ধে আদালত যে নির্দেশনা দিয়েছেন তা শতভাগ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া শিশু নির্যাতন বন্ধে জারিকৃত পরিপত্র প্রত্যেক স্কুলের অফিসে সামনে টাঙিয়ে রাখার নির্দেশনা দেন তিনি।

এনএম/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।