পড়াশোনা না করায় বাবার বকাঝকা, অভিমানে ছেলের আত্মহত্যা
রাজধানীর কামরাঙ্গীরচর পূর্ব রসুলপুর এলাকার একটি বাসায় মো. শরীফ (১৪) নামের এক মাদরাসা শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) রাতের দিকে এ দুর্ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে দুইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আমির হোসেন জানান, আমার ছেলে কামরাঙ্গীরচর নুরিয়া মাদরাসার শিক্ষার্থী ছিল। ছেলে পড়াশোনা ঠিকমতো না করায় আমি বকা দেওয়ার কারণে অভিমান করে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেয়। পরে পুলিশ এসে উদ্ধার করে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার দক্ষিণ পাকশা গ্রামে। বর্তমানে, কামরাঙ্গীর চরের পূর্ব রসুলপুরের ৯নং গলি মক্কা টাওয়ারের ষষ্ঠ তলায় থাকতেন।
কামরাঙ্গীরচর থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) রাধাবর্ধন জানান, আমরা খবর পেয়ে কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুর মক্কা টাওয়ারের ষষ্ঠতলা থেকে শরিফকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, আমরা স্বজনের কাছে থেকে জানতে পারি পড়াশোনা ঠিকমতো না করায় বাবার বকা দেওয়ার কারণে অভিমান করে সে আত্মহত্যা করেছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এমআরএম/জেআইএম