ঢামেকের নতুন ভবনে আগুন, হুড়োহুড়ি করে নামার সময় বৃদ্ধের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩২ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৩

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামার সময় শ্বাসকষ্টে মো. জসীম উদ্দীন (৬০) নামে এক রোগী মারা গেছেন।

রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নতুন ভবনের চারতলার কিডনি বিভাগে এসি বিস্ফোরিত হয়ে আগুন লাগে। এসময় আতঙ্কে সিঁড়ি দিয়ে নামার সময় ওই রোগীর মৃত্যু হয়। নিহত জসীম উদ্দীন কুমিল্লার তিতাস থানার শ্রীনয়ন কান্দী গ্রামের বাসিন্দা নুর উদ্দিনের ছেলে।

আরও পড়ুন: ঢামেকের নতুন ভবনে এসি বিস্ফোরণে অগ্নিকাণ্ড

জসীম উদ্দীনের ছেলে মো. মফিজ উদ্দিন বলেন, শনিবার রাত ১০টায় মেডিসিন ওয়ার্ডে শ্বাসকষ্ট জনিত কারণে বাবাকে ভর্তি করানো হয়। আজ বিকেলে আগুন লাগার কারণে অক্সিজেন খুলে নিচে নামালে বাবার শ্বাসকষ্ট শুরু হয়। পরে তাকে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিটে) নেওয়া হয়। সেখানে বিকেল ৪টায় তিনি মারা যান।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, নিহত রোগীর অবস্থা খুবই খারাপ ছিল, তার অক্সিজেন লাগানো ছিল। আগুন লাগার খবর পেয়ে তিনি ভয়ে অক্সিজেন খুলে ফেলেন। ওই সময় চিকিৎসক ও নার্স অক্সিজেন খুলতে নিষেধ করলেও তিনি শুনেননি। তার আত্মীয়-স্বজন নিজ দায়িত্বে ওই রোগীকে অন্য কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করছিল।

তিনি বলেন, ওই রোগী বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। রোগের কারণে তার মৃত্যু হয়েছে।

এদিন বিকেলে ঢামেক হাসপাতালের নতুন ভবনের চারতলায় এসি বিস্ফোরিত হয়ে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরের উপ-সহকারী পরিচালক মো. বজলুর রশিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি হাসপাতালের কর্মচারীরা ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। পরে আমরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনি।

কাজী আল-আমিন/আরএডি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।