চসিকের প্রকল্প পরিচালককে মারধর
চট্টগ্রামের প্রকৌশলীদের মানববন্ধন, নিরাপত্তা বাড়ানোর দাবি
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রকল্প পরিচালক ও স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানির ওপর হামলা ও কার্যালয় ভাঙচুরের ঘটনায় চট্টগ্রামে মানবন্ধন করেছে প্রকৌশলীরা। বুধবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নগরীর লালখান বাজার সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের সামনে আইইবি এবং বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের যৌথ উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে চসিকের প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানির ওপর হামলাকারীদের শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি প্রকৌশলীদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়াসহ নিরাপত্তা বাড়ানোর দাবি জানানো হয়।
আরও পড়ুন>>> চসিক প্রকৌশলীকে মারধর, সাবেক ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার চার
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের আমলে বঙ্গবন্ধু সেতু, বঙ্গবন্ধু টানেল, মেট্রোরেল, রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রসহ বড় বড় মেগাপ্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এসব মেগা উন্নয়ন প্রকল্পে প্রকৌশলীদের ঘাম, মেধা রয়েছে। প্রকৌশলীরা নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে বলেই বড় বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
এজন্য প্রকৌশলীদের কাজ করার পরিবেশ দিতে হবে। প্রকৌশলীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। টেন্ডারে অনিয়ম দূর করার জন্য সরকার ইজিপির মাধ্যমে টেন্ডার প্রক্রিয়া চালু করেছে। এখানে প্রকৌশলীদের কোনো হাত থাকে না। নিয়মের বাইরে কাউজে কাজ দেওয়ারও সুযোগ থাকে না। সেখানে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানির ওপর হামলা করেছে দুর্বৃত্ত ঠিকাদার। এরই মধ্যে ৪ জন গ্রেফতার হয়েছে। আরও ৭-৮ জন ধরাছোঁয়ার বাইরে। তাদেরও গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। এসময় হামলাকারীদের চট্টগ্রামের সব উন্নয়ন প্রকল্পে কালো তালিকাভুক্ত করার দাবিও জানানো হয়।
আরও পড়ুন>>> জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: তাজুল ইসলাম
এসময় বক্তব্য দেন আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন, সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ, প্রকৌশলী এম শাহজাহান, প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন, প্রকৌশলী মোহাম্মদ হারুন, প্রকৌশলী সাদেক মোহাম্মদ চৌধুরী, প্রকৌশলী মনজারে খোরশেদ আলম, অধ্যাপক প্রকৌশলী মোহাম্মদ রফিকুল আলম, চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল আলম, সাবেক ভাইস চেয়ারম্যান প্রকৌশলী এম এ রশীদ, বর্তমান ভাইস চেয়ারম্যান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক। এছাড়া চট্টগ্রামের সরকারি-বেসরকারি দপ্তরে কর্মরত প্রকৌশলীরা এ মানববন্ধনে অংশ নেন।
আরও পড়ুন>>> পছন্দের প্রার্থীকে নিয়োগ না দেওয়ায় উপাচার্য কক্ষে ভাঙচুর
জানা গেছে, প্রকল্পে অনৈতিক সুবিধা না পেয়ে গত ২৯ জানুয়ারি বিকেলে চসিকের টাইগারপাস অস্থায়ী কার্যালয়ে ২ হাজার ৩৯২ কোটি টাকার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরিচালক প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানীর কক্ষে হামলা করেন অভিযুক্তরা। এসময় তাকেও মারধর করেন প্রভাবশালী ঠিকাদাররা। এ ঘটনায় রাতে নগরের খুলশী থানায় চসিকের নিরাপত্তা কর্মকর্তা মো. কামাল উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় রাতেই চার জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা বর্তমানে কারাগারে রয়েছেন।
ইকবাল হোসেন/এমআইএইচএস/জেআইএম