চসিক প্রকৌশলীকে মারধর, সাবেক ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার চার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৮ পিএম, ৩০ জানুয়ারি ২০২৩
ফাইল ছবি

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উন্নয়ন প্রকল্পে অনৈতিক সুবিধা না পেয়ে স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানীর ওপর হামলা ও কার্যালয় ভাঙচুরের ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতাসহ চার ঠিকাদারকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৯ জানুয়ারি) দিনগত রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে খুলশী থানা পুলিশ।
গ্রেফতাররা হলেন সঞ্জয় ভৌমিক কংকন, সুভাষ দে, নাজমুল হাসান ফিরোজ ও মাহমুদ উল্লাহ। এদের মধ্যে কংকন ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তার ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম শাহ আমানত ট্রেডার্স।

আরও পড়ুন: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: তাজুল ইসলাম

সোমবার (৩০ জানুয়ারি) গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা। তিনি জাগো নিউজকে বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে রোববার রাতে একটি মামলা করা হয়। ওই মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িত বাকিদেরও গ্রেফতারে অভিযান চলছে।

আরও পড়ুন: পছন্দের প্রার্থীকে নিয়োগ না দেওয়ায় উপাচার্য কক্ষে ভাঙচুর

রোববার বিকেল পৌনে ৪টার দিকে চসিকের টাইগার পাস অস্থায়ী কার্যালয়ে দুই হাজার ৩৯২ কোটি টাকার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরিচালক প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানীর কক্ষে হামলা করেন অভিযুক্তরা। এসময় তাকেও মারধর করেন প্রভাবশালী ঠিকাদাররা। এ ঘটনায় রাতে নগরের খুলশী থানায় চসিকের নিরাপত্তা কর্মকর্তা মো. কামাল উদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

ইকবাল হোসেন/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।