শাহজালালে দেড় কেজি স্বর্ণ জব্দ


প্রকাশিত: ০৩:০৫ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একই পরিবারের ৫ জনের কাছ থেকে দেড় কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। বৃহস্পতিবার সন্ধ্যায় শাহজালালের গ্রিন চ্যানেল ক্রসিং এলাকা থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। এসময় স্বামী মনিরুল ইসলাম (৪২)ও স্ত্রী নিলুফর ইয়াসমিনকে (৩৫) আটক করে গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মঈনুল খান। তিনি জাগো নিউজকে বলেন, মালয়েশিয়ার কুয়ালালামুপর থেকে আসা বিজি০১৮৭ ফ্লাইটে তারা শাহজালালে অবতরণ করে।

গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তল্লাশিকালে স্বামী স্ত্রীর জুতার ভেতর থেকে ১০০ গ্রাম ওজনের স্বর্ণের মোট ৮টি বার ও সাড়ে ৬ শ গ্রাম স্বর্ণের গহনা জব্দ করা হয়। স্বামী ও স্ত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেনও জানান তিনি।

জেইউ/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।