সাড়ে ৩৬ কোটি টাকা আত্মসাৎ

বিকল্পধারার মহাসচিবের স্ত্রী-কন্যাসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২২ পিএম, ২৬ জানুয়ারি ২০২৩

বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের স্ত্রী ও তার দুই মেয়ের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৩৬ কোটি ৪৯ লাখ ৩১ হাজার ৪৭ টাকা আত্মসাতের অভিযোগে এই মামলা হয়।

আবদুল মান্নান বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান। তার বিরুদ্ধেও দুদকের ছয়টি মামলা রয়েছে।

আবদুল মান্নানের স্ত্রীর নাম উম্মে কুলসুম মান্নান, এবং তাদের দুই মেয়ে হলেন বিআইএফসির সাবেক পরিচালক তানজিলা মান্নান ও তাজরিনা মান্নান।

মামলার বাকি আসামিরা হলেন বিআইএফসির পরিচালক আব্বাস উদ্দিন আহমেদ, এএমএম জাহাঙ্গীর আলম, ম্যাক্সনেটের মালিক রইস উদ্দিন আহমেদ, সাবেক পরিচালক আরশাদ উল্লাহ, সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক ইনামুর রহমান, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ ফকরে ফয়সাল, সাবেক এভিপি আহমেদ করিম চৌধুরী এবং সাবেক সিনিয়র অফিসার মোহাম্মদ নিজাম উদ্দিন ও মো. মোস্তাফিজুর রহমান।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুদকের উপ-পরিচালক মো. আব্দুল মাজেদ বাদী হয়ে মামলাটি করেন। এর আগে গত সোমবার অনুসন্ধান কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি অনুমোদন করে কমিশন। কমিশনের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ম্যাক্সনেট অনলাইনের মালিক মো. রইস উদ্দিনের নামে ঋণ মঞ্জুর করেন আসামিরা। এর মাধ্যমে যা সুদাসলে ৩৬ কোটি ৪৯ লাখ ৩১ হাজার টাকা আত্মসাৎ করেন।

এদিকে মান্নানের বিরুদ্ধে গত বছরের ১৮ ডিসেম্বরে প্রায় সাড়ে আট কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। এছাড়া একই বছরের ১ ডিসেম্বর মেসার্স টেলিকম সার্ভিস এন্টারপ্রাইজের মালিক রিজিয়া সুলতানার নামে নিরাপত্তা জামানত ও মর্টগেজ ছাড়াই ১৬ কোটি টাকা ঋণ বিতরণের মাধ্যমে আত্মসাৎ করার অভিযোগে মামলা হয়।

এসএম/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।