রাষ্ট্রপতি নির্বাচন
স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ মঙ্গলবার
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সাক্ষাৎ করবেন মঙ্গলবার (২৪ জানুয়ারি)। দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণাকে সামনে রেখে ওই দিন দুপুর দুইটায় তাদের মধ্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
সোমবার (২৩ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আমরা সংসদ সচিবালয় থেকে সময় পেয়েছি। মঙ্গলবার দুপুর ২টায় স্পিকারের সঙ্গে সিইসি সাক্ষাৎ করবেন। সাক্ষাতে বিস্তারিত আলোচনার পর জানানো হবে।
আরও পড়ুন>> স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইলেন সিইসি
এর আগে রোববার (২২ জানুয়ারি) রাতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের জানিয়েছিলেন, রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সিইসির সাক্ষাতের জন্য নির্বাচন কমিশন সচিবালয় থেকে সংসদ সচিবালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে সাক্ষাৎ হতে পারে।
আরও পড়ুন>> আলোচনায় রাষ্ট্রপতি নির্বাচন
এইচএস/এমএএইচ/এএসএম