দ্বিতীয় পর্বের ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪০ এএম, ২২ জানুয়ারি ২০২৩
ফাইল ছবি

টঙ্গীর তুরাগ নদের তীরে তাবলিগ জামাতের দ্বিতীয় পর্বের ইজতেমায় এ পর্যন্ত ছয় মুসল্লির মৃত্যু হয়েছে। সর্বশেষ শনিবার (২১ জানুয়ারি) রাতে আবু তাহের (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়।

আবু তাহেরের বাড়ি কিশোরগঞ্জে। ইজতেমা ময়দানে জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। রোববার (২২ জানুয়ারি) ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম গণমাধ্যমকে এ তথ্য জানান।

আরও পড়ুন: আখেরি মোনাজাত দুপুর ১২টায়, লাখো মুসল্লির জমায়েত

এর আগে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ও শুক্রবার (২০ জানুয়ারি) রাতে অসুস্থ হয়ে পাঁচ মুসল্লির মৃত্যু হয়। তারা হলেন- ঢাকার কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকার আব্দুল জব্বারের ছেলে আব্দুল হান্নান, গুলিস্তানের বঙ্গবাজার এলাকার ব্যবসায়ী বোরহান, সাভারের বাসিন্দা আব্দুল আলীমের ছেলে মফিজুল ইসলাম, গাইবান্ধার শুকুর মণ্ডলের ছেলে আব্দুল হামিদ মণ্ডল ও বরগুনার আব্দুল আলী রানার ছেলে মফিজুল ইসলাম।

আরও পড়ুন: গাজীপুরে ট্রাকচাপায় কারখানার নিরাপত্তাকর্মী নিহত, মহাসড়ক অবরোধ

গত ১৩ জানুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়। ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্ব শেষ হয়। চারদিন বিরতির পর ২০ জানুয়ারি শুরু হয় দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। তা আখেরি মোনাজাতে শেষ হচ্ছে আজ।

এএএম/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।