নির্বাচন নিয়ে কোনো সুপারিশ নেই, ইসি নিজের কাজ করবে: ইইউ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ১৮ জানুয়ারি ২০২৩
ইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইইউ’র হেড অব ডেলিগেশন চার্লস হোয়াইটলি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোনো সুপারিশ নেই বলে জানিয়েছেন ইইউ’র হেড অব ডেলিগেশন চার্লস হোয়াইটলি।

তিনি বলেন, নির্বাচন কমিশন (ইসি) তাদের নিজেদের কাজ করবে। ইইউ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে চায়। নির্বাচন কমিশন এ বিষয়ে ইতিবাচক। আমরা মনে করি নির্বাচন কমিশনের কাজে অগ্রগতি হয়েছে। তবে (নির্বাচন) পরিচালনা সংক্রান্ত বিষয় নিয়ে আরও আলোচনার সুযোগ আছে।

আরও পড়ুন: ইভিএম নিয়ে এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারছি না

বুধবার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন ইইউ’র হেড অব ডেলিগেশন।

বৈঠকে ইইউ’র ১১ সদস্যের প্রতিনিধি দল, প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: জাতীয় নির্বাচনে ৫০ আসনে ইভিএমে ভোটগ্রহণের সক্ষমতা আছে

চার্লস হোয়াইটলি বলেন, আমরা আজ ইইউ মিশন থেকে নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছি। আগামী নির্বাচন নিয়ে কমিশনের সঙ্গে আমাদের ব্যাপক আলোচনা হয়েছে।

তিনি বলেন, গত বছরের জুলাইয়ে আমাদের সঙ্গে শেষ বৈঠকের পর থেকে এ বিষয়ে আরও অগ্রগতি হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার বিদেশি মিশনের সঙ্গে কথা বলার জন্য আমাদের স্বাগত জানিয়েছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: ভোটের সময় কেন্দ্র দখল হয়, ভোট ডাকাতি হয়

এক প্রশ্নের জবাবে হোয়াইটলি বলেন, নির্বাচনে ইসির প্রস্তুতির বিষয়ে বৈঠকে বেশি আলোচনা হয়েছে। সবাই চায় একটি অংশগ্রহণমূলক নির্বাচন। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন। তাই আমরা ইসির কাছে কোনো সুপারিশ করিনি। তারা তাদের কাজ করবে।

এইচএস/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।