অবৈধ মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানে একযোগে অভিযান, গ্রেফতার ১৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪২ পিএম, ১৭ জানুয়ারি ২০২৩
প্রতীকী ছবি

রাজধানীর বিভিন্ন স্থানে অবৈধ মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের বিরুদ্ধে একযোগে অভিযান পরিচালনা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযানে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে এ সময় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ বাংলাদেশি মুদ্রা উদ্ধার করে সিআইডি।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান।

তিনি বলেন, মঙ্গলবার বেলা ১১টা থেকে রাজধানীর গুলশান, উত্তরা, মতিঝিল, আদাবর ও আশকোনা এলাকায় অবৈধ মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগ। অভিযানে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ বাংলাদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে আগামীকাল বুধবার দুপুরে মালিবাগ সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবেন সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া।

টিটি/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।