পদ্মাসেতুর পরামর্শক নিয়োগ সংক্রান্ত চুক্তি সই


প্রকাশিত: ১২:৪২ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের ম্যানেজমেন্ট সাপোর্ট কনস্যালটেনসি সার্ভিস এর পরামর্শক নিয়োগ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার দুপুরে বনানীর সেতু ভবনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে এ চুক্তি সাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তিপত্রে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম এবং যৌথভাবে ৪টি পরামর্শক প্রতিষ্ঠানের পক্ষে হাই পয়েন্ট রেনডেল, ইউকে কাম্পানির পরিচালক ভারদামান জনস চুক্তি স্বাক্ষর করেন।

এছাড়া ঢাকা-আশুলিয়া অ্যালিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প দু’টির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ সম্পন্ন করার লক্ষ্যে পরামর্শক নিয়োগ চুক্তিও এসময় স্বাক্ষরিত হয়।

kader
এ চুক্তি পত্রে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে বিবিএ’র প্রধান প্রকৌশলী কবির আহমেদ এবং যৌথভাবে ৪টি পরামর্শক প্রতিষ্ঠানের পক্ষে সিএমইসি ইন্টারন্যাশনাল পিটিওয়াই লিমিটেড, অস্ট্রোলিয়ার দক্ষিণ এশিয়া-২ এর আঞ্চলিক ব্যবস্থাপক মহিউদ্দিন মাহমুদ চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সেতু সচিব খোন্দকার আনোয়ারুল ইসলাম, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট-১ এর প্রধান সমন্বয়ক মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদসহ পরামর্শক নিয়োগ প্রতিষ্ঠান ও সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এএসএস/এসকেডি/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।