বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিতে আগ্রহী কুয়েত


প্রকাশিত: ১১:১৫ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

কুয়েতের অর্থনীতির চাকাকে সচল করতে বাংলাদেশ থেকে আরো জনশক্তি নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন দেশটির রাষ্ট্রদূত আদেল মোহাম্মদ হায়াত। বুধবার জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তার  কার্যালয়ে সাক্ষাতকালে এ আগ্রহ প্রকাশ করেন আদেল।

সাক্ষাতকালে তারা বাংলাদেশের নারী নেতৃত্ব, পুরুষ ও মহিলা সংসদ সদস্য সংখ্যা, কুয়েত সংসদে নারী নেতৃত্বের অবস্থা, দু দেশের সংসদীয় কার্যক্রম, সংসদে বিরোধী দলের ভূমিকা, দু’দেশের ব্যবসা বাণিজ্য, জনশক্তি, নিরাপত্তা ব্যবস্থা, পর্যটন, বিনিয়োগ ইত্যাদি বিষয়ে  আলোচনা করেন।

কুয়েতের রাষ্ট্রদূত বলেন, জ্বালানি তেল সমৃদ্ধ কুয়েতের অর্থনৈতিক কর্মকাণ্ড অনেকাংশে বিদেশি জনশক্তির ওপর নির্ভরশীল। বাংলাদেশের সাথে কুয়েতের সম্পর্ক অনেক পুরাতন। স্বল্প সময়ের মধ্যে কুয়েতের আমির বাংলাদেশ সফরে আসার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

এসময় সাক্ষাতকালে স্পিকার বলেন, বাংলাদেশে বর্তমান জনসংখ্যার সবচেয়ে বড় অংশ যুব সমাজ। কর্মক্ষম এ যুব সমাজকে সঠিকভাবে কাজে লাগানোর মাধ্যমে দেশকে দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে নেয়া সম্ভব। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে নিয়োজিত জনগণের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে। তিনি বাংলাদেশের জনসংখ্যাকে সম্পদ হিসেবে আখ্যায়িত করে এ দেশ থেকে জনশক্তি নেয়ার আহ্বান জানান।

স্পিকার বাংলাদেশ ও কুয়েতের মধ্যে সংসদীয় প্রতিনিধি বিনিময়ের মাধ্যমে দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। এসময় রাষ্ট্রদূত বাংলাদেশকে একটি বিকাশমান অর্থনীতির দেশ হিসেবে আখ্যায়িত করেন ।

স্পিকার শিরীন শারমিন কুয়েতের আমির ও স্পিকারকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং রাষ্ট্রদূত আদেল মোহাম্মদ হায়াতকে জাতীয় সংসদে আসার জন্য ধন্যবাদ জানান।

এইচএস/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।