র‌্যাবের সাম্প্রতিক পারফরম্যান্সে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র: মোমেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৩ এএম, ১৬ জানুয়ারি ২০২৩
বৈঠক শেষে ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী/ছবি: পিআইডি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সাম্প্রতিক পারফরম্যান্সে যুক্তরাষ্ট্র সন্তোষ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, ‘র‌্যাব মানবাধিকারের প্রতি সম্মান রেখে তাদের দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছে। এ কারণে তাদের সাম্প্রতিক পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।’

রোববার (১৫ জানুয়ারি) মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে যা বললেন ডোনাল্ড লু

ড. আব্দুল মোমেন বলেন, ‘মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কোনো ধরনের দ্বিধা ছাড়াই গঠনমূলক মনোভাব নিয়ে শ্রম ও মানবাধিকারসহ সকল গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছি। কোনো রিজার্ভেশন ছাড়াই আমরা সব বিষয়ে খুব ভালো আলোচনা করেছি। আমরা খুবই খুশি যে, আমরা অনেক বিষয়েই একমত হয়েছি। জনগণের জন্য কল্যাণজনক হলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ঢাকা যেকোনো ভালো পরামর্শ নিতে প্রস্তুত।’

jagonews24

বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি মার্কিন পক্ষকে জানিয়ে দিয়েছি যে, বর্তমান সরকার অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আওয়ামী লীগ বুলেটে নয় ব্যালটে বিশ্বাস করে। সরকার ভোটারদের ফটো আইডি ও স্বচ্ছ ব্যালট বাক্স নিশ্চিত করেছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে শক্তিশালী স্বাধীন নির্বাচন কমিশন গঠন করেছে।’

আরও পড়ুন: ডোনাল্ড লুর সফরে ‘নজর’ বিএনপির, বৈঠক নিয়ে ‘সংশয়’

তিনি বলেন, ‘ডোনাল্ড লু বিদ্যমান বাংলাদেশ-মার্কিন সম্পর্ক আরও জোরদার করতে এখানে এসেছেন। তিনি বাংলাদেশে শ্রম অধিকার আরও উন্নত করতে কিছু পরামর্শ দিয়েছেন, যাতে আমরা ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থ সহায়তা পেতে পারে। এরইমধ্যে শ্রম মন্ত্রণালয়কে আমরা সমস্যা সমাধানের জন্য একটি রোডম্যাপ দিয়েছি। জনগণের জন্য কল্যাণজনক হলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ঢাকা যেকোনো ভালো পরামর্শ নিতে প্রস্তুত।’

আরও পড়ুন>> বাংলাদেশকে গণতন্ত্র-মানবাধিকার শেখানোর কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী

এসময় বাংলাদেশকে ‘উদীয়মান সূর্য’ হিসেবে বিবেচনা করে মার্কিন বিনিয়োগকারীদের বাংলাদেশে জ্বালানিসহ বিভিন্ন খাতে আরও বিনিয়োগ করার আহ্বান জানান তিনি।

jagonews24

পরে ডোনাল্ড লু ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র সচিব আয়োজিত মধ্যাহ্নভোজে যোগ দেন। সেখানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, ড. লাইলুফার ইয়াসমিন, ড. দেলোয়ার হোসেন, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান প্রমুখ।

এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।