গুলশানে গ্লোরিয়া জিন্স রেস্টুরেন্টের সামনে গুলি, আটক ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৭ পিএম, ১৫ জানুয়ারি ২০২৩

বিকাশের দোকানে টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে রাজধানীর গুলশান-১ নম্বরে একটি রেস্টুরেন্টের সামনে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আমিনুল নামের এক রিকশাচালক। এরই মধ্যে ঘটনায় জড়িত দুজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ওই রেস্টুরেন্টের সামনে বিকাশের দোকান মালিক ও টাকা পাঠাতে যাওয়া ব্যক্তির সহযোগীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। অহিদুলের একটি গুলিতে আমিনুল আহত হন। আটক ব্যক্তিরা পুলিশ হেফাজতে। আমিনুলকে হাসপাতালে নেওয়া হচ্ছে।

রোববার (১৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে জাগো নিউজকে জানিয়েছেন গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আ. আহাদ।

তিনি বলেন, গ্লোরিয়া জিন্স নামের একটি রেস্টুরেন্টের সামনে গোলাগুলির ঘটনা ঘটে। একজন অন্যজনকে লক্ষ্য করে গুলি করেন। আমরা দুজনকে হেফাজতে নিয়েছি। তাদের আগ্নেয়াস্ত্রের বৈধতা ও নাম-পরিচয় যাচাই করা হচ্ছে।

প্রাথমিকভাবে জানা গেছে, টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে এ গোলাগুলির ঘটনার সূত্রপাত। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

টিটি/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।