সৌদি এয়ারলাইন্সে হামলার আশঙ্কা


প্রকাশিত: ০৯:৪৬ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

ইরানের রেভুলেশনারি গার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশে সৌদি এয়ারলাইন্সের যেকোনো বিমান ছিনতাই বা এতে বোমা হামলা হতে পারে বলে আশঙ্কা করছে ঢাকাস্থ সৌদি দূতাবাস। সম্প্রতি ঢাকাস্থ সৌদি দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে লেখা এক নোট ভারবালে এমন আশঙ্কার কথা জানিয়েছে।

সৌদি দূতাবাসের নোট ভারবালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবকে একটি চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পশ্চিম ও মধ্য এশিয়া বিভাগের সহকারী সচিব এবিএম সারওয়ার-ই-আলম সরকার স্বাক্ষরিত চিঠিতে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটের যাত্রী ও তাদের লাগেজের ওপর কার্যকর তল্লাশি প্রক্রিয়া কঠোরভাবে অনুসরণ করার অনুরোধ করা হয়েছে।

এতে বলা হয়েছে, সৌদি এয়ারলাইন্সের যেকোনো ফ্লাইট ছিনতাই বা বোমা হামলা চালানোর পরিকল্পনা তত্ত্বাবধান করছে ইরানের রেভুলেশনারি গার্ড। ওই পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এতে বিমান ছিনতাইয়ের পরিকল্পনার কিছু চিত্র, কারা কারা এ কর্মকাণ্ড ঘটাতে পারে তাদের নাম উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, গত সপ্তাহের শেষের দিকে চিঠিটি হাতে পেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দু-একদিনের মধ্যে এ চিঠির ভিত্তিতে প্রয়োজনীয় কার্যক্রম নেয়া হতে পারে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আরএম/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।