উৎসবে-আলোয় বর্ণিল সাকরাইন
পৌষের শেষ সন্ধ্যা। বর্ণিল রঙে ঢেকেছে পুরান ঢাকার আকাশ। রঙ-বেরঙের ঘুড়ি ওড়ানো শেষে সন্ধ্যায় বর্ণিল আতশবাজি আর ডিজে গানে সরগরম পুরান ঢাকা। বাড়ি বাড়ি পিঠা উৎসব, ছাদে জমকালো আলোকসজ্জা। চলছে ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব। এতে মেতেছেন তরুণ-তরুণীরা।
সরেজমিনে দেখা গেছে, শনিবার সকাল থেকে পুরান ঢাকার গেন্ডারিয়া, শাঁখারীবাজার, লক্ষ্মীবাজার, বাংলাবাজার, ফরাশগঞ্জ, সূত্রাপুর, নারিন্দা, স্বামীবাগ, প্যারিদাস রোড, শিংটোলা, নারিন্দা, তালপট্টিসহ পুরান ঢাকার বাসা-বাড়ির ছাদে ঘুড়ি ওড়ানো শুরু হয়।
আরও পড়ুন: ডিজে গানে ফিকে সাকরাইন উৎসব, অতিষ্ঠ সাধারণ মানুষ
বাসার ছাদে নারী-পুরুষ, ছোট-বড়দের আড্ডায় মুখরিত। সন্ধ্যা নামতেই ডিজে মিউজিকের তালে তালে চলছে নাচ-গান। তবে ডিএমপির নিষেধাজ্ঞা থাকায় এবার ফানুস ওড়াতে দেখা যায়নি।
সাকরাইন উৎসব দেখতে ব্রাহ্মণবাড়িয়া থেকে পুরান ঢাকায় এসেছেন নাজির আহমেদ নামে এক যুবক। তিনি জাগো নিউজকে বলেন, ‘আগে টেলিভিশন, খবরের কাগজে সাকরাইন উৎসব সম্পর্কে জেনেছি। উপভোগ করতে পারেনি। আজ নিজ চোখে উৎসব দেখছি। অনেক ভালো লাগছে। সময় পেলে প্রতি বছর এ অনুষ্ঠান আসার চেষ্টা করবো।’
আরও পড়ুন: সাকরাইন উৎসবে ফানুস বিক্রি-ওড়ানো বন্ধে কঠোর হচ্ছে পুলিশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া জামান রুপন্তী বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকে প্রতি বছরই সাকরাইন উৎসব দেখতে পুরান ঢাকায় আসি। দেশের অন্য কোথাও এ উৎসব হয় না। এটি আসলে অনেক আনন্দের। উৎসবে আগে শুধু ঘুড়ি ওড়ানো হতো। এখন ঘুড়ির চেয়ে ডিজে পার্টিতে সবার আগ্রহ বেশি। এতে ঐতিহ্য নষ্ট হচ্ছে বলে আমার মনে হয়।
রায়হান আহমেদ/এএএইচ/জেআইএম