কামরুজ্জামান ও শামসুজ্জোহার সমাধিতে ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৮ পিএম, ১৩ জানুয়ারি ২০২৩

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু রাজশাহীর কাদিরগঞ্জে জাতীয় চার নেতার অন্যতম শহীদ আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন। শুক্রবার (১৩ জানুয়ারি) তিনি এ পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া পাঠ ও জাতীয় নেতার আত্মার শান্তি কামনা করেন ডেপুটি স্পিকার। এরপর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ ড. শামসুজ্জোহার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন ও তার আত্মার শান্তি কামনা করেন।

এ. এইচ. এম কামারুজ্জামান ছিলেন বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা। তিনি বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ চলাকালীন গঠিত অস্থায়ী মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র, কৃষি এবং ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। ১৯৭৫ সালের ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে কারাগারে হত্যা করা হয়।

অন্যদিকে ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুববিরোধী গণআন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রক্টর ড. শামসুজ্জোহাকে হত্যা করা হয়।

এইচএস/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।