রংপুরে শীতার্তদের পাশে ‘আরএফএল বেস্ট বাই’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ১২ জানুয়ারি ২০২৩
‘আরএফএল বেস্ট বাই’ এর শীতবস্ত্র বিতরণ

রংপুরে সুবিধাবঞ্চিত, দুস্থ ও শীতার্ত দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে গৃহস্থালি সামগ্রীর বিক্রয়কেন্দ্র ‘আরএফএল বেস্ট বাই’। সম্প্রতি রংপুরে ২০০ দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

‘আরএফএল বেস্ট বাই’র হেড অব মার্কেটিং দেওয়ান মো. মেহেদী হাসান বলেন, শীতবস্ত্র না থাকায় দরিদ্র মানুষেরা শীতের সময় অনেক কষ্ট পান। তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা রংপুরের দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। ভবিষ্যতেও আমাদের এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

jagonews24

আরও পড়ুন: রাজধানীতে ‘আরএফএল বেস্ট বাই’ এর আরও ৩ শোরুম চালু

শীতবস্ত্র বিতরণকালে ‘আরএফএল বেস্ট বাই’র ইনচার্জ মো. জুলফিকার আলী, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (প্রশাসন) শরিফ উদ্দিন আহমেদ, অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মাহাবুর আলম, এরিয়া ম্যানেজার ফয়সাল আহমেদসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: রংপুরের ৮ জেলার জন্য ৮০ হাজার কম্বল বরাদ্দ

ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।