শৈত্যপ্রবাহ: রংপুরের ৮ জেলার জন্য ৮০ হাজার কম্বল বরাদ্দ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩১ পিএম, ১১ জানুয়ারি ২০২৩
ফাইল ছবি

রংপুর বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। তাই এ বিভাগের আট জেলার দুস্থ ও শীতার্ত মানুষের জন্য ৮০ হাজার কম্বল বরাদ্দ দিয়েছে সরকার।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে এ কম্বল বরাদ্দ দিয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অনুকূলে চিঠি পাঠানো হয়েছে। প্রতিটি জেলায় ১০ হাজার করে কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। জেলাগুলোর মধ্যে রয়েছে— দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী ও লালমনিরহাট।

আরও পড়ুন>> জবুথবু কুমিল্লা, বেড়েছে পুরাতন গরম কাপড়ের কদর 

বরাদ্দ করা কম্বল মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা অনুসরণ করে দুস্থ ও শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করতে হবে এবং নিরীক্ষার জন্য প্রয়োজনীয় হিসাব সংরক্ষণ করতে হবে বলে বরাদ্দপত্রে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন>> টানা তিন সপ্তাহ ধরে শীতে কাঁপছে কুড়িগ্রাম 

এতে আরও বলা হয়, বরাদ্দ করা কম্বল জরুরিভিত্তিতে বিতরণ নিশ্চিত করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরকে জানাতে হবে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বুধবারের (১১ জানুয়ারি) তথ্যানুযায়ী, যশোর ও চুয়াডাঙ্গা এবং রাজশাহী বিভাগের আট জেলা ও রংপুর বিভাগের আট জেলাসহ ১৮ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত পারে।

আরও পড়ুন>> কম্বল নিয়ে তৃতীয় লিঙ্গের মানুষের পাশে ‘স্বপ্নোত্থান’

আরএমএম/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।